আড়াইহাজার(নারায়ণগঞ্জ) সংবাদদাতা: আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী জাকির হোসেন ভুইয়া আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী। দলের ত্যাগী এই নেতা দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতি করে আসছেন। ইতি মধ্যে তিনি নৌকা মার্কার নির্বাচন করার জন্য বিভিন্ন এলাকায় গনসংযোগ শুরু করেছেন। তাছাড়া মনোনয়ন পাওয়ার জন্য চেস্টা চালিয়ে যাচ্ছেন। তার পিতা হাজী খলিলুল রহমান ছিলেন স্বাধীন বাংলার সাতগ্রাম ইউনিয়নের সাবেক রিলিপ কমিটির চেয়ারম্যান ও সমাজ সেবক।
১৯৮৩ সালে তিনি মাধবদী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, ১৯৯২ সালে সাতগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তাছাড়া ও ২০০৮ সালে সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক , ২০১৪ সালে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ছিলেন। কয়েক মাস সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর পর ২০১৭ সালে তিনি সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হামলা ও মামলার নির্যাতনের শিকার হয়েছেন। তিনি সাতগ্রাম ইউনিয়নের জনগণের পাশে থেকে সব সময় সেবা করে আসছেন। বাবুল গরীব ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন। তিনি নির্বাচিত হয়ে সাতগ্রাম ইউনিয়নকে আধুনিক হিসেবে গড়ে তুলবেন বলে আশা প্রকাশ করেন।