সোহেল চৌধুরী রানা, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪১০ পিচ নেশা জাতীয় ট্যাবলেটসহ মো. মাসুদ রানা (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বান্ধাইখাড়া মাস্টার পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার দিকনির্দেশনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান মিজান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বান্ধাইখাড়া মাস্টারপাড়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের মৃত মানিকুউল্লাহ প্রামানিকের ছেলে মাসুদ রানাকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ নেশা জাতীয় ৪১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
আটক মাসুদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান (মিজান)।