বন্দর সংবাদদাতা: ঢাকা অতিঃ বিভাগীয় কমিশনার( উন্নয়ন ও আইসিটি ) খান মোঃ নুরুল আমিন বন্দর উপজেলা মুছাপুর ইউনিয়ন পরিষদ ও প্রধান মন্তী অগ্রাধীকারভূক্ত লক্ষনখোলা আশ্রয়ন প্রকল্প-২ পরিদর্শন করেছেন । ২২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় তিনি মুছাপুর ইউনিয়ন পরিদর্শন করে দুপুর ১২ টায় উপজেল নির্বাহী কর্মকর্তা কার্যালয় পরিষদ শেষে উপজেলা মিলনায়তনে মত বিনিময় সভায় মিলিত হন ।
মত বিনিময় সভায় অতিঃ বিভাগীয় কমিশনার খান মোঃ নুরুল আমিন উপজেলার কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন । সেবা নিতে আসা ভোক্তভোগীরা যাতে কোন বঞ্চিত না হয় সেদিকে খোয়াল রাখবেন । মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুল্কা সরকার, সহ কারি ভূমি কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, বন্দর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যানন আলহাজ্ব মোঃ মাসুমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দু । মত বিনিময় সভা শেষে দুপুর ২ টায় নারায়ণগঞ্জের উদ্দেশে বন্দর ত্যাগ করেন তিনি ।