অনলাইন ডেস্ক : রাজধানীর বসিলায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষনেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোররাত তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাব ২। আটক এমদাদুলকে নেয়া হয়েছে র্যাব হেডকোয়ার্টারে।
র্যাব জানিয়েছে, অভিযান শেষে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য, পিস্তল, গুলি, বুলেটপ্রুফ জ্যাকেট, ৩ লাখ টাকা ও বেশ কিছু জিহাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।
ময়মনসিংহে আটক জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান শুরু করে র্যাব।