নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥ মায়ের মৃত্যুতে শোকাহত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে গিয়ে তাকে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জের বহুল আলোচিত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। মঙ্গলবার বিকেলে নগরীর মাসদাইর পৌর করবস্থানে গিয়ে সদ্য প্রয়াত মেয়র আইভীর মা মমতাজ বেগমের কবর জিয়ারত শেষে মেয়র আইভীর সাথে দেখা করতে নগরীর দেওভোগের বাড়িতে যান সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
মেয়র আইভী ও তার শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে সংসদ সদস্য শামীম ওসমান সবার খোঁজ খবর নেন। মেয়র আইভীর মাথায় হাত বুলিয়ে শান্তনাও দেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে দলীয় নেতাদের নিয়ে সিটি মেয়র আইভীর বাড়িতে প্রায় আধঘন্টা অবস্থান করেন সংসদ সদস্য শামীম ওসমান। এসময় মেয়র আইভী তার মায়ের কুলখানি উপলক্ষ্যে বৃহস্পতিবার বাদ আছর দোয়ায় অংশ নিতে শামীম ওসমানসহ উপস্থিত সবাইকে অনুরোধ জানান। শামীম ওসমানও উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এই দোয়ায় অংশ নেয়ার অনুরোধ জানিয়ে নিজে উপস্থিত থাকার কথা জানান।
এ দিকে মেয়র আইভীর বাড়িতে সংসদ সদস্য শামীম ওসমানের সাথে ছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদিরসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মেয়র আইভীর নিকট আত্মীয়-স্বজনরাও।
মাসদাইর পৌর কবরস্থানে মেয়র আইভীর মায়ের কবর জিয়ারত করে নিজের মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করে দোয়ায় অংশ নেন শামীম ওসমান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান জানান, নিজের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকায় গত রবিবার মেয়র আইভীর মায়ের মৃত্যুর দিন এসে দেখা করতে পারেননি। তবে নৈতিক দায়িত্ববোধ থেকেই তিনি মেয়র আইভীর মায়ের কবর জিয়ারত করতে এসেছেন। তিনি বলেন, যিনি মারা গেছেন তিনি আমাদের আলী আহম্মেদ চুনকা কাকার স্ত্রী। তিনি আমার মায়ের মতো। তাই মায়ের কবর জিয়ারত করতে এসেছি। শোকাহত পরিবারটির সবাই যেন দ্রুত এই মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেন সেই প্রত্যাশার কথাও জানান শামীম ওসমান।