শহর প্রতিনিধি ঃকরোনার উর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রনে সরকার কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনে অসহায় হয়ে পড়া বন্ধন, উৎসব, বাধন পরিবহন শ্রমিকদের মাঝে হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যেগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ ই জুলাই) রাতে সাড়ে ৮ টায় বিআইডব্লিউটিএর টার্মিনালে যাত্রী ছাউনিতে স্বাস্থ্যবিধি বজায় রেখে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যেগে বন্ধন, উৎসব, বাধন পরিবহনের ৫৫ জন শ্রমিকদের মাঝে এ নগদ অর্থ বিতরন করেন।
এসময় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ শাখার হিউম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার,
বিআইডব্লিউটিএর শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমসহ আরোও অনেকে।