নিজস্ব সংবাদদাতাঃ দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সচিবালয়ের দুর্নীতিবাজদের চাকরিচুত করার দাবীতে নারায়ণগঞ্জ চাষাড়াস্হ বিজয় স্তম্ভের সামনে সাংবাদিক সমাজ দাড়িয়ে অবস্থান কর্মবিরতির মধ্য দিয়ে প্রতিবাদ করেন।
১৯ মে বুধবার বেলা বারটার পর এ অবস্থান কর্মবিরতি করেন। এ প্রতিবাদে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ টপ নিউজ ডট কম’ এর সম্পাদক মো. মহসীন আলম, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম আরজু, ইটিসি বাংলা ডট নেট এর প্রধান সম্পাদক মোখলেছুর রহমান তোতা, আইপি মিডিয়া এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা শাহাদাৎ হোসেন ভূইয়া, বন্দর মডেল প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল মান্নান খান বাদল, ঢাকার নিউজ ২৪ ডট কম এর পরিচালক মো. কাউসার হোসেন, চ্যানেল ৬ এর সাংবাদিক মো. জিয়াউল হোসেন, দৈনিক প্রভাত এর প ম আজিজ, বাংলাদেশ পরিক্রমার বেলাল হোসেন, ফটো সাংবাদিক আলী হোসেন টিটু, দৈনিক মায়ের আচল এর সম্পাদক হারুন অর রশিদ ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার অপু রহমান প্রমূখ।