শহর প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের আদেশে ও ঢাকা রেঞ্জ কমান্ডারের নির্দেশনায় জেলা কমান্ড্যান্টের পরিকল্পনায় করোনা ভাইরাস (কোভিড – ১৯) ২য় ধাপ মোকাবেলা উপলক্ষ্যে দুস্থ: ও অসহায় ভিডিপি সদস্য/সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ মে) এ ত্রান বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকসুদ রসুল, জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলার ২৫০জন দু:স্থ ও অসহায় ভিডিপি পরিবারের মাঝে ত্রণ করা হয়। করোনার ২য় ধাপ মোকাবেলায় এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমরা চেষ্টা করি সর্বদাই বিপদে আপদে সদস্যদের পাশে দাঁড়াতে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জনাব খায়রুল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সদর নারায়ণগঞ্জ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দল নেতা ও দলনেত্রী প্রমুখ।