শহর প্রতিনিধি : করোনায় জনসচেতনতা ও নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ।
মঙ্গলবার( ৪ মে ) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মােস্তাইন বিল্লাহর নির্দেশে শহরের বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম।
এসময় নারায়ণগঞ্জের চাষাড়া, খানপুর,হাজিগঞ্জ ফেরিঘাট – গুদারাঘাট, চৌধুরী বাড়ি, আদমজি ইপিজেড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্য বিধি মেনে বেচাকেনা করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, আবশ্যিক ভাবে মাস্ক পরিধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বাজার মনিটরিং করে মূল্য তালিকা যাচাই ও বিভিন্ন খাবারের দোকানে ইফতার তৈরিতে পোড়া তেল, ক্ষতিকর রং ব্যবহার পরিহার করা সহ পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সতর্ক করা হয়।