প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ’র নির্দেশনায় সদর থানাধীন চাষাড়া মোড়, চাষাড়া সমবায় মার্কেট, ২নং রেল গেইট ও কালীর বাজার (চারার গোপ) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় চারার গোপ, কালীর বাজারে আম বিক্রেতাদের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের মাধ্যমে পাকানো অপরিপক্ক আম বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয় এবং ১ জন পাইকারি বিক্রেতাকে এ অভিযোগের ভিত্তিতে ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করা হয়।
তাছাড়া, চাষাড়া সমবায় মার্কেটের কয়েকটি দোকানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় বিভিন্ন অংকের জরিমানা ও সতর্ক করা হয়। অভিযান চলাকালে এসব এলাকায় স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার ব্যাপারে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।