শহর প্রতিনিধি ঃ করোনা পরিস্থিতিতে ৩০০ জন কর্মহীন শিল্পী ও কলাকুশলী এবং পাদুকা শিল্পী, নাপিত, মোটর মেকানিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ। প্রতিটি খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ ও আলু।
এসময় মান্যবর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মহোদয় সমাজের বিত্তবান ও সার্মথ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া কামনা করেন।
এছাড়াও তিনি স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনাগুলো প্রতিপালনের নির্দেশনা প্রদান করেন।