শহর প্রতিনিধি: মহামারী করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী ২০০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বুধবার বিকালে এই খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান,”মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী আপনাদের জন্য উপহার। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যেন তিনি দেশের মানুষের পাশে সর্বদাই এভাবে দাড়াতে পারেন।”
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ০৩ কেজি আলু, ০১ লিটার তেল, ০১ কেজি ডাল, ০১ কেজি চিনি, এক কেজি লবণ।