স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জ কারাগারে সাধারণ বন্দিদের অতিষ্ট করে তুলছে রূপগঞ্জের আলোচিত শফিক হত্যা মামলার ৩০ বছরের দন্ডপ্রাপ্ত আসামি জলিল। সুন্দরী স্ত্রীর কল্যাণে কারাগারের চীফ রাইটার হয়ে এই জলিল জেলার ও জেলসুপারের নাম ভাঙিয়ে সাধারণ বন্দিদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে কয়েকজন কারাবন্দিদের আতœীয় স্বজন সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, কিছু প্রভাবশালী বন্দিকে বগলদাবা করে কারাঅভ্যন্তরে রজনী তিন নম্বর ওয়ার্ডে রাতে ইয়াবাসহ মাদক সেবনের আসর বসায় জলিল। যার মধ্যে অন্যতম ৬২ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি নাঈম। বন্দি জলিলের সঙ্গে উপর মহলের সখ্যতা থাকায় কারারক্ষীরা মুখ খোলতে সাহস পায়না। তাছাড়া নারায়ণগঞ্জের মত ছোট কারাগারে ৬২ বছরের লম্বা সাজাপ্রাপ্ত কয়েদি নাঈমকে রাখা কতটা যুক্তিযুক্ত তা ভেবে দেখার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানান অভিজ্ঞ মহল ও সাধারণ বন্দিরা। সাধারণ বন্দিরা মনে করেন, লাইফ সাজাপ্রাপ্ত আসামিসহ অন্যান্য দুধর্ষ প্রকৃতির বন্দিদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহন করবেন।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ কারাগারে বন্দি জলিলের দাপট ও বাণিজ্য
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- ২১৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ