শহর প্রতিনিধি : বিদ্যমান করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৩০০ জন পরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
আজ সোমবার দূপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি বলেন, ” এই খাদ্য সামগ্রী প্রধানমন্ত্রীর পক্ষ হতে উপহার। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চাই যাতে করে তিনি দেশের সাধারণ মানুষদের সেবা দিয়ে যেতে পারেন।
এ সময় পরিবহন শ্রমিক বাস চালক আব্বাস আলী জানান, কাজ না থাকায় খুব কষ্ট হচ্ছিল। এই খাবার সামগ্রী পেয়ে খুব উপকার হল।
ট্যাংক লরী চালক আব্দুল মান্নান বলেন , প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই ত্রাণ দিয়ে ছেলে -মেয়ে নিয়ে এখন দুইটা খেতে পাব।