শহর প্রতিনিধি : বর্তমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায়, দুস্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তা ৩০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। রবিবার (২৫ এপ্রিল) বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, আলু, ভোজ্য তেল, ডাল, লবন, পেয়াজ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাংগনে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্য সামগ্রী বিতরণ কালে এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য আহবান জানাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্যও সবার কাছে দোয়া চাই।” এ ধরনের সহযোগীতা জেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান থাকবে। এসময় তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।