নিজস্ব প্রতিবেদক : কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধের নিমিত্তে নগরীর সদর থানাধীন থানার পুকুরপাড়, টানবাজার, সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী, চৌধুরীবাড়ি, পাঠানতলি ও আদমজী ইপিজেড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
এ সময়ে থানা পুকুরপাড় ও চেম্বার রোড এ সরকারি নির্দেশনা অমান্য করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়াও অন্যান্য দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানে জরিমানা করে তা বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা ও অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার ব্যাপারে জনসচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।