শহর প্রতিনিধি : সদর উপজেলার নতুন নির্বাহী অফিসার ( ইউএনও ) দায়িত্ব নিয়েছেন।বৃহস্পতিবার ( ১৫ এপ্রিল ) দুপুরে বিদায়ী ইউএনও নাহিদা বারিকের থেকে নতুন ইউএনও আরিফা জহুরা দায়িত্ব বুজে নেন ।
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার একেএম মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে ( ১৮ মার্চ ) বৃহস্পতিবার আরিফা জহুরাকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) হিসেবে নিয়ােগ দেয়া হয় ।
জানা গেছে , সদর উপজেলা সাবেক নির্বাহী অফিসার ( ইউএনও ) নাহিদা বারিককে এডিসি পদে পদোন্নতি দেয়া হয়েছে । এ ছাড়া নবাগত ইউএনও আরিফা জহুরা ২৬ মার্চের পর যেকোন দিন তিনি যােগদান করবেন ।
উল্লেখ্য , ২০১৮ সালের প্রথম দিকে নাহিদা বারিক সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যােগদান করেন । এর আগে নাহিদা বারিক জেলা । প্রশাসকের কার্যালয়ে , বন্দর ও ফতুল্লার সহকারী কমিশনার ভূমির দায়িত্ব পালন করেছিলেন । তিনি বারবার নারায়ণগঞ্জ জেলায় ঘুরে ফিরে আসেন ।