শহর প্রতিনিধি :৷ পদন্নোতি পেয়ে নারায়ণগঞ্জের প্রথম নারী ডিসি হয়ে আসবেন সদ্য বিদায়ী সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক।’
এমনই মন্তব্য করে তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জে এখনো পর্যন্ত মহিলা জেলা প্রশাসক (ডিসি) আসেনি। সদর ইউএনও নাহিদা বারিক ভালো অফিসার ও ভালো মানুষ, আমার বিশ্বাস তিনি নারায়ণগঞ্জের প্রথম নারী ডিসি হয়ে আসবেন ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ উপজেলা মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে ইউএনও নাহিদা বারিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শামীম ওসমান।
শামীম ওসমান বলেন, করোনাকালীন সময় নাহিদা বারিক দুঃসাহসিক ভুমিকা পালন করেছেন। গভীর রাতেও সে মানুষের সেবায় ঘরের বাহিরে থাকতেন। শুধু তাই নয় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দুটি পিকআপ ভ্যানে ভ্রাম্যমান লাইব্রেরী করে দিয়েছেন। এছাড়া প্রাথমিক স্কুল গুলোতে শিক্ষার্থীদের বিনোদনের জন্য খেলা ধুলার সরঞ্জামসহ গান শিখার হারমুনিয়াম, তবলা দিয়েছেন। বিভিন্ন গার্মেন্ট কারখানায় নারী ও পুরুষ শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষার সু-ব্যবস্থা করে দিয়েছেন। গর্ভবতী মায়েদের ফ্রি স্বাস্থ্য কেন্দ্রে যাতায়াতের জন্য ৭টি ইউনিয়ন পরিষদে “মায়ের ডাক” নামে সাতটি আধুনিক ভ্যান গাড়ি দিয়েছেন।
এ বিদায় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.আবুল কালাম আজাদ বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রেখেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।