ডেস্ক রিপোর্ট : মরণঘাতি করোনাভাইরাসের সংক্রামন বাড়ছে নারায়ণগঞ্জে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সদরের বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮৬জনে। এছাড়া নতুন করে আরও ৮৭ জন আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ হাজার ৪৮৫ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে ৯ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮০৬ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯২ হাজার ৮৪২ জনের।
রোববার (১১ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৯৫ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৪১ জন, সদরে মারা গেছেন ২১ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮৮ জন, বন্দরে মারা গেছেন ৭ জন ও আক্রান্ত হয়েছেন ৬৭১ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১৩ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮২১ জন।