শহর প্রতিনিধি : দীর্ঘদিন দেশে বিদেশে চিকিৎসার পর শেষ পর্যন্ত আর টিকানো গেলোনা মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আলী রেজা রিপনের স্ত্রী মিতা ইসলামকে ।
শুক্রবার (৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন মিতা ইসলাম ।
দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিস সহ অন্যান্য অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে হার্ট অ্যাটাক করেন মিতা ।
মিতা ইসলামের মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগরীর সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে ।
শুক্রবার জুম্মা নামাজের পর শহরের দেওভোগ বেপারীপাড়া জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে মাসদাইর করবস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর পরিবার ।