রাকিবুল ইসলাম : করোনা পরিস্থিতি মোকাবেলায় দিনাজপুরে সরকারী ও বেসরকারি উদ্দেগে চলছে সচেতনতামুলক বিভিন্ন কর্মসুচি ।এসব কর্মসুচিতে জনসাধারনের মাঝে স্বাস্থ্যবিধি প্রতিপালনে জোড় দেওয়া হচ্ছে ।
দুপুরে শহরের বিভিন্ন স্থানে ওমেন বাইক ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দেগে মুখে মাস্ক ব্যবহারকারীদের উৎসাহ দিতে তাদের ফুল দিয়ে অভিনন্দন জানায় সংগঠনের নেতৃবৃন্দ ।এছাড়া জনসচেতনতা মুলক মাইকিং এর পাশাপাশি মাক্স বিতরন করা হয় ।এসময় সংগঠনের সভাপতি লায়লা আরজুমান্দ বানু,সহ-সভাপতি সেতারা বেগম, সাধারন সম্পাদক রাবেয়া খাতুন রানু, সাংগঠনিক সম্পাদক নাসরিন,কোষাধ্যক্ষ বিলকিস,প্রচার সম্পাদক সুমনা শারমিন ।
এসময় বক্তারা নিজ ও পরিবারতথা দেশ বাসীর সুরক্ষা নিশ্চিতে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান ।স্বাস্থ্যবিধি মানতে অবহেলা করোনা সংক্রমনের পথ বাড়িয়ে দিচ্ছে উল্লেখ করে বক্তারা টিকা গ্রহনের পাশাপাশি মাক্স,হ্যান্ডসেনিটাইজার এর ব্যাবহারসহ সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরার আহবান জানান।