শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাটে শীতলক্ষ্যায় এমভি সাবিত আল হাসান নামে লঞ্চকে ধাক্কা দেয়া ওই কার্গো জাহাজ এস কে এল-৩ জাহাজটি মুন্সীগঞ্জ থেকে আটক করেছে পাগলা কোস্টগার্ড।
আজ বৃহস্পতিবার দুপুরে গজারিয়া থেকে কার্গো জাহাজটির চালকসহ ১৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম বলেন, যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দেয়ার পর দ্রুত কার্গো জাহাজটি মুন্সিগঞ্জের গজারিয়ায় চলে যায়। সেখানে জাহাজটির রং বদলে ফেলা হয়। কার্গোটি গজারিয়ার কোস্টগার্ড স্টেশনের কাছাকাছি নোঙর করা ছিল। সেখানে অভিযান চালিয়ে কার্গো জাহাজ এসকেএল-৩ আটক করা হয়েছে। এ সময় কার্গোটির চালকসহ আটক করা হয়েছে ১৪ জনকে।
উল্লেখ্য, রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জে যাচ্ছিল এমভি সাবিত আল হাসান লঞ্চটি। মাত্র ১৫ মিনিটের মাথায় সোয়া ৬টার দিকে এস কে এল-৩ নামে একটি কর্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এ সময় লঞ্চের দোতলা ও ছাদে থাকা যাত্রীদের একটি অংশ তীরে উঠতে পারলেও নিচ তলার যাত্রীরা পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।