মালয়েশিয়া থেকে, সাগর আহমেদ : মালয়েশিয়ার বাজারে ঘুরতে যেয়ে যৌথ অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশিসহ ২৯ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির যৌথবাহিনী। দেশটির ইপোহ ওসিপিডি অ্যাসিস্ট কমিশনার আসমাদি আবদুল আজিজ জানান, আমরা গোপন সূত্রে জানতে পারি, শত শত বিদেশি অভিবাসীরা মার্কটে (সাপ্তাহিক ছুটির দিন রবিবার) ঘুরাতে আসছে।
যার ফলে (২৮ মার্চ) রবিবার সকালে জালান সুলতান ইদ্রিস শাহ, জালান দাতুক ওন জাফর এবং মেমোরি লেনের ফ্লাই মার্কেটে অবৈধ অভিবাসীদের বৈধ কাগজপত্র দেখতে অভিযানে ৩শত জনকে তল্লাশি চালিয়ে বৈধতা না থাকায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে সিটি কর্পোরেশন,রেলা, পুলিশ ও ইমিগ্রেশনের নেতৃত্বে পরিচালনা করা হয়। পুলিশ কমিশনার বলেন, করোনা প্রতিরোধে দেশব্যাপী বিধিনিষেধ থাকলেও তেমন কোন কাজ না থাকলেও দল বেঁধে বিদেশিরা ঘুরা ঘুরি করছে। এছাড়াও অনেকেই পরিবারের জন্য টাকা পাঠাতে আসে।
তবে গ্ৰেফতারের মধ্যে কোন দেশের কতজন নাগরিক প্রকাশ না করলেও বাংলাদেশিদের সংখ্যা বেশী বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার করা হয়েছে।