নিজস্ব সংবাদদাতা : ঢাকা মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এর ওয়ার্ডবয় মোঃ সাখাওয়াত হোসেন এর বিরুদ্ধে অসদাচরণ এর অভিযোগ উঠেছে।ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য নির্বাহী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
ঘটনা সূএে যানা যায়, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এর কর্মচারী কল্যাণ সমিতির সাধারণত সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লাকে ২৮ মার্চ সোমবার সকাল ৯.৪৫ ঘটিকায় ওয়ার্ডবয় মোঃ সাখাওয়াত হোসেন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মুখে কলমদিয়ে আঘাতকরে রক্তাক্ত জখম করে।
ঘটার বিবরনে যানা যায়, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট প্রকল্প শুরু থেকে ধারাবাহিক বর্ননা বিষয়ক পএের পেনশন বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল স্বাস্থ্য ইনস্টিটিউট এর মোঃআব্দুল মালেক প্রধান,মোঃ জিয়াউর রহমান, মোঃহেমায়েত হোসেন খান,মোঃ আসাদ উল্লাহ,মোঃজিল্লুর রহমান এদের উপস্থিতিতে।আলোচনার এক পর্যায়ে সাখাওয়াত উত্তেজিত হয়ে মিজানুর রহমান এর উপর ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কলমদিয়ে আঘাত করে।আঘাত পেয়ে বয়োবৃদ্ধ মিজানুর সাখাওয়াতের এরুপ মারমুখী আচরনের বিচার চেয়ে নির্বাহী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করেন সেই দিনই অথাৎ ২৮ মার্চ।
অভিযোগের বিষটি নিয়ে নির্বাহী পরিচালক ডাঃ এম এ মান্নান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে ফোনে সংযোগ সম্ভব হয়নি।তবে
ঘটনার বিষটি নিয়ে কর্মচারী কল্যাণ সমিতি ও কমিউনিটি স্বাস্থ্যকর্মী এর সভাপতি এফ এম ফিরোজ আহম্মেদ এর সাথে কথা বললে তিনি বলেন, তাদের এ দ্বন্দের বিষয়টি আসলে দুঃখ জনক।বিষয়টি নিয়ে দ্রুত বসে আমরা সুষ্ঠু সমাধান করবো।