কামরুজ্জামান (শাওন ) : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ও বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদির বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বৃহস্পতিবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগমুহূর্তে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশা ও যুবরাজ।
শুভেচ্ছাবার্তায় তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি, বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি রাজপরিবারের সদস্যরা।