শহর প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতৃত্বশূণ্য এক মাস পেরিয়ে গেল। গত ১৭ ফেব্রুয়ারি মহানগর যুবদলের কমিটি বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। তবে মহানগর যুবদলের কমিটি বাতিলের পর ধাক্কা লেগেছে জেলা যুবদলেও। যেকোনো সময় জেলা যুবদলের বাতিলের শঙ্কা তৈরি হয়েছে।
যদিও জেলা যুবদলের কমিটি গঠনের সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য মোস্তাফিজুুুর রহমান দিপু ভুঁইয়ার সঙ্গে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরবের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে নারায়ণগঞ্জে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি গঠনের পর রূপগঞ্জ, সোনারগাঁও ও ফতুল্লায় কমিটি গঠন করে নানা বিতর্ক সৃৃষ্টি করেছে। সর্বশেষ বন্দর উপজেলা যুবদলের কমিটি নিয়েও নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজপথের রাজনীতিতে সভাপতি শহিদুল ইসলাম টিটুকে মাঝে সাজে দেখা গেলেও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের তেমন একটা সক্রিয়তা নেই।
কারন তার পেছনে ব্যাকআপ রয়েছেন দিপু ভুঁইয়া। জেলা যুবদলের কমিটি গঠনের পেছনে দিপু ভুঁইয়ার হাত রয়েছে সেটা প্রমাণ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরাই। সপ্তাহব্যাপী দিপু ভুঁইয়ার জন্মদিন পালন করলেও জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তেমন একটা সক্রিয় ছিল না যুবদলের নেতাকর্মীরা।
রূপগঞ্জে যুবদলের কমিটি গঠন নিয়ে কঠোর সমালোচনার সৃষ্টি হয়েছে। কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই বন্দর ও রূপগঞ্জের কমিটি ঘোষণা করা হলো। যে ক‘টি কমিটি গঠন করা হয়েছে সবগুলো ব্যক্তি বিশেষের স্বার্থে পকেট কমিটি গঠন করা হয়েছে। ফতুল্লায় সভাপতি টিটুর স্বার্থের কমিটি, রূপগঞ্জে দিপু ভুঁইয়ার স্বার্থে কমিটি গঠন করা হয়েছে