স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪ জন।
এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। ৭২ বছর বয়সী মৃত ব্যাক্তি সদর উপজেলার কাশিপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩৩০ জন ব্যক্তির নমুনা পরীক্ষায় ৪৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত প্রতিদিন বাড়ছে। এভাবে চলতে থাকলে আবারো নতুন করে কিছু পদক্ষেপ নেয়ার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৪৩ জন, মারা গেছেন ১৬২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৭৬৮ জন।