নারায়ণগঞ্জ সংবাদ রিপোর্ট : নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা এবারও শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ ) পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ শ্রেষ্ঠত্বের পুরস্কার পান সার্জেন্ট সোহেল রানা। এসময় সার্জেন্ট সোহেল রানা ভিআপি ডিউটিতে নারায়ণগঞ্জের বাহিরে থাকায় তার পক্ষে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম (বার) মহোদয়ের কাছ থেকে নগদ অর্থ ও শ্রেষ্ঠত্বের সনদ গ্রহণ করেন সার্জেন্ট আসিফ। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, সার্জেন্ট সোহেল রানা গত ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে ১৬২টি বিভিন্ন যানবাহনে মামলা রুজু করে ৬লক্ষ ২৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন।
উল্লেখ্য, সার্জেন্ট সোহেল রানা এ নিয়ে পর পর ৩বার এ শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।