শহর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মদিনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
বুধবার (১৭ মার্চ) সকালে নগরীর ২নং গেইট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের জাতীয় নির্বাহি কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ আসনের সাবেক সংরক্ষিত নারী সাংসদ হোসনে আরা বাবলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, এনসিসি‘র সিইও আবুল আমিন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন,মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে রানু খন্দকার,এনসিসি ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসেন প্রমুখ।