নারায়ণগঞ্জ সংবাদ : অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযােগে বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ থাকলেও বাংলাদেশে প্রচলন রয়েছে ভিডিও অ্যাপ টিকটক । সেই সাথে এটি বেশ জনপ্রিয়তাও লাভ করেছে । তবে এ নিয়ে মাঝে মধ্যে অপ্রীতিকর ঘটনার ভিডিও চিত্র সামাজিক যােগাযােগ মাধ্যমে ভাইরাল হতেও দেখা গেছে ।
তারই ধারাবাহিকায় এবার নারায়ণগঞ্জেও টিকটক নিয়ে দুই কিশােরীর মধ্যে চুলাচুলির ঘটনা ঘটেছে ।
১৩ মার্চ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে । পরবর্তীতে অন্যরা এসে পরিস্থিতির সামাল দেন ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , এই দুই কিশােরী চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আড্ডা দেন । সেই সাথে তারা টিকটক করেন । এদিন তারা একজন আরেকজনকে বলেন ‘ তুই শহীদ মিনারে আসবি না । ‘ অন্যজন আবার তাকে উদ্দেশ্য করে বলে ‘ তুই শহীদ মিনারে আসবি না । ” আর এই নিয়ে তারা একে অপরের সাথে চুলটানাটানিতে লিপ্ত হন । পরবর্তীতে অন্যরা এসে তাদের দুইজনকে থামিয়ে দুই দিকে পাঠিয়ে দেন ।