নারায়ণগঞ্জ সংবাদ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবে টেনিস টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করেছেন ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু।
১৩ মার্চ শনিবার বিকেল ৫টায় টেনিস কোর্টে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে এ টেনিস টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি খবির আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা সিরাজী, সুশান্ত কুমার তালুকদার, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন বিশেষ কমিটির সদস্য হাবিবুর রহমান বাদল, খাজা এবায়দুল হক টিপু ও টেনিস উপ-কমিটির সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য।