নারায়ণগঞ্জ ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে অপকর্ম চাঁদাবাজি সাংবাদিক শাওনের বাবা ফিরোজ আহমেদ আর নেই রিয়াদে জমকালো আয়োজনে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রিয়াদে প্রিমিয়াম ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত জুন মাসের ১৭ তারিখ কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভবনা রিয়াদে নোভ আল আম্মার ইষ্টাবলিস্ট এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রিয়াদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত রিয়াদে জয়নাল আবেদীন ফারুক রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলন মেলা ফতুল্লা থানায় অভিযোগ করেও সাবেক সেনা পরিবার, পাশে পায়নি পুলিশ

সমাবেশে ঢুকতে পুলিশের কাছে হকারদের নাম এন্ট্রি!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ রিপোর্ট :   হকার নেতা আসাদসহ গ্রেফতারকৃত তিন হকার নেতাকে মুক্তি,পুলিশের করা মামলা প্রত্যাহার, এবং বঙ্গবন্ধু সড়কে হকারদের বসতে দেয়ার দাবিতে হকারদের ডাকা সমাবেশে পুলিশের কড়া প্রহরা থাকায় শুধুমাত্র জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামের বক্তব্যের মাধ্যমেই শেষ হয়ে যায়।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে চাষাঢ়া পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হয়। এখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সকাল থেকেই শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় পর্যাপ্ত পরিমান পুলিশের প্রহরা ছিল। পুরো শহীদ মিনারই নিরপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে পুলিশ। শহীদ মিনারের গেটের সামনে অবস্থান নেয় জল কামান ও টিয়ারশেলবাহী গাড়ি।

বিকেল চারটার পর শহীদ মিনারের আশেপাশে উপস্থিত হয়ে ঘুরতে থাকে হকাররা। এ সময় শহীদ মিনারের প্রধান গেট ছাড়া বাকী সব গেট বন্ধ করে দেয়া হয়। প্রধান গেটের সামনে পুলিশ খাতায় নাম এন্ট্রির মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দেয়ার কারণে সাধারণ হকাররা ভেতরে প্রবেশ করার সাহস দেখাতে পারেনি।

বিকেল ৫টার পর জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম গেট দিয়ে প্রবেশকালে পুলিশ নাম এন্ট্রি করতে চাইলে তিনি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্জামান এর নিকট হাফিজুল বলেন, নাম এন্ট্রির কারণে হকাররা প্রবেশ করতে সাহস পাচ্ছে না। হকাররা এখানে কোন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করবে না, এখানে সংক্ষেপে তাদের কিছু দাবি উল্লেখ করে চলে যাবে, তাই তাদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেয়ার অনুরোধ জানান তিনি।

এ সময় হাফিজুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, হকারদের পুনর্বাসনের আগে তাদের বঙ্গবন্ধু সড়কে বসতে দিতে হবে। হকারদের জন্য যে মার্কেট তৈরী করা হয়েছে, সেখানে জনগণের ব্যবসা করার সুযোগ নাই। সেখানে নিত্যপ্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একজন মানুষকে কবরে সমাহিত করার জন্য ৭ ফুট জায়গা প্রয়োজন, অথচ এই হকারদের তিনফুট জায়গা দিয়ে আপনারা বলছেন আপনারা হকারদের পুনর্বাসন করেছেন।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের কোন সম্পত্তি বিক্রি করার সুযোগ কোন নাগরিকের নাই। এই তিন ফুট ঘরে বসে দোকানদারি করা সম্ভব নয় বিধায় একজন হকার আরেক জনকে সামান্য টাকার বিনিময়ে ঘর হস্তান্তর করেছে। পাঁচ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে একজন আরেকজনের ঘর দখল নিয়ে ব্যবসা পরিচালনা করছে।

তিনি বলেন, আমাদের এই সামান্য ব্যপারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সর্বশক্তি নিয়োগ করা হোক সেটা আমরা চাই না। জলকামান, টিয়ার গ্যাস শেল হকারদের জন্য নয়। রোববার আসাদের জামিনের শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন নেতা ইকবাল হোসেন ও দিলিপ কুমার দাশ, শ্রমিক নেতা আবুল ছালাম বাবুল, হকার নেতা অনিক প্রমুখ।

উল্লেখ্য, শহরের বঙ্গবন্ধু সড়কে বসার দাবিতে গত কয়েকদিন যাবত বিক্ষোভ, মিছিল ও সমাবেশে করে আসছিল। একই ইস্যুতে গত ৭ মার্চ বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন দিয়ে সড়ক আবরোধের চেষ্টা এবং ৯ মার্চ রাস্তায় আগুন, যানবাহন ভাঙচুর, ইট বৃষ্টি নিক্ষেপসহ লঠিসোটা নিয়ে রীতিমতো তান্ডব চালায় তারা। সেদিন পুলিশের কঠোর অবস্থানের কারণে বড় ধরণের কোন অঘটন না ঘটলেও অনেক আহত, আর্থিক ক্ষয়ক্ষতিসহ একটি আতঙ্কজনক পরিস্থিতি তৈরী হয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছিল বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে ২নং রেল গেট পর্যন্ত এলাকা।

এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ এবং আরো ২শত থেকে আড়াইশত অজ্ঞাত আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন হকার নেতা আসাদ, কালু গাজী ও মানিক দেওয়ান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুর হাইওয়ে থানা পুলিশকে ম্যানেজ করে মহাসড়কে অপকর্ম চাঁদাবাজি

সমাবেশে ঢুকতে পুলিশের কাছে হকারদের নাম এন্ট্রি!

আপডেট সময় : ০২:৫২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১

নারায়ণগঞ্জ সংবাদ রিপোর্ট :   হকার নেতা আসাদসহ গ্রেফতারকৃত তিন হকার নেতাকে মুক্তি,পুলিশের করা মামলা প্রত্যাহার, এবং বঙ্গবন্ধু সড়কে হকারদের বসতে দেয়ার দাবিতে হকারদের ডাকা সমাবেশে পুলিশের কড়া প্রহরা থাকায় শুধুমাত্র জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামের বক্তব্যের মাধ্যমেই শেষ হয়ে যায়।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে চাষাঢ়া পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হয়। এখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সকাল থেকেই শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় পর্যাপ্ত পরিমান পুলিশের প্রহরা ছিল। পুরো শহীদ মিনারই নিরপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলে পুলিশ। শহীদ মিনারের গেটের সামনে অবস্থান নেয় জল কামান ও টিয়ারশেলবাহী গাড়ি।

বিকেল চারটার পর শহীদ মিনারের আশেপাশে উপস্থিত হয়ে ঘুরতে থাকে হকাররা। এ সময় শহীদ মিনারের প্রধান গেট ছাড়া বাকী সব গেট বন্ধ করে দেয়া হয়। প্রধান গেটের সামনে পুলিশ খাতায় নাম এন্ট্রির মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দেয়ার কারণে সাধারণ হকাররা ভেতরে প্রবেশ করার সাহস দেখাতে পারেনি।

বিকেল ৫টার পর জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম গেট দিয়ে প্রবেশকালে পুলিশ নাম এন্ট্রি করতে চাইলে তিনি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্জামান এর নিকট হাফিজুল বলেন, নাম এন্ট্রির কারণে হকাররা প্রবেশ করতে সাহস পাচ্ছে না। হকাররা এখানে কোন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করবে না, এখানে সংক্ষেপে তাদের কিছু দাবি উল্লেখ করে চলে যাবে, তাই তাদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেয়ার অনুরোধ জানান তিনি।

এ সময় হাফিজুল ইসলাম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, হকারদের পুনর্বাসনের আগে তাদের বঙ্গবন্ধু সড়কে বসতে দিতে হবে। হকারদের জন্য যে মার্কেট তৈরী করা হয়েছে, সেখানে জনগণের ব্যবসা করার সুযোগ নাই। সেখানে নিত্যপ্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একজন মানুষকে কবরে সমাহিত করার জন্য ৭ ফুট জায়গা প্রয়োজন, অথচ এই হকারদের তিনফুট জায়গা দিয়ে আপনারা বলছেন আপনারা হকারদের পুনর্বাসন করেছেন।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের কোন সম্পত্তি বিক্রি করার সুযোগ কোন নাগরিকের নাই। এই তিন ফুট ঘরে বসে দোকানদারি করা সম্ভব নয় বিধায় একজন হকার আরেক জনকে সামান্য টাকার বিনিময়ে ঘর হস্তান্তর করেছে। পাঁচ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে একজন আরেকজনের ঘর দখল নিয়ে ব্যবসা পরিচালনা করছে।

তিনি বলেন, আমাদের এই সামান্য ব্যপারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সর্বশক্তি নিয়োগ করা হোক সেটা আমরা চাই না। জলকামান, টিয়ার গ্যাস শেল হকারদের জন্য নয়। রোববার আসাদের জামিনের শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন নেতা ইকবাল হোসেন ও দিলিপ কুমার দাশ, শ্রমিক নেতা আবুল ছালাম বাবুল, হকার নেতা অনিক প্রমুখ।

উল্লেখ্য, শহরের বঙ্গবন্ধু সড়কে বসার দাবিতে গত কয়েকদিন যাবত বিক্ষোভ, মিছিল ও সমাবেশে করে আসছিল। একই ইস্যুতে গত ৭ মার্চ বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন জায়গায় রাস্তায় আগুন দিয়ে সড়ক আবরোধের চেষ্টা এবং ৯ মার্চ রাস্তায় আগুন, যানবাহন ভাঙচুর, ইট বৃষ্টি নিক্ষেপসহ লঠিসোটা নিয়ে রীতিমতো তান্ডব চালায় তারা। সেদিন পুলিশের কঠোর অবস্থানের কারণে বড় ধরণের কোন অঘটন না ঘটলেও অনেক আহত, আর্থিক ক্ষয়ক্ষতিসহ একটি আতঙ্কজনক পরিস্থিতি তৈরী হয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছিল বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে ২নং রেল গেট পর্যন্ত এলাকা।

এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ এবং আরো ২শত থেকে আড়াইশত অজ্ঞাত আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন হকার নেতা আসাদ, কালু গাজী ও মানিক দেওয়ান।