সৌদি আরবের জিজান প্রদেশ থেকে, নাসির হোসাইন : সৌদি আরবের দক্ষিন অঞ্চলের সীমান্তে বিশাল পরিমান গাঁজা এর একটি চোরাচালান জব্দ করেছে সৌদি বর্ডার গার্ড বাহিনী। সৌদি প্রেস এজেন্সি এর একটি রিপোর্টে এই তথ্য জানানো হয়।
সৌদি বর্ডার গার্ড বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল মিসফার বিন গান্নাম আল-কুরাইনি জানান, চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নাজরান প্রদেশের শারুরাহ সীমান্তবর্তী এলাকায় দেড় টন গাঁজা এর একটি চালান আটক করা হয়।
তিনি আরো জানান, চোরাচালানকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগতভাবে সকল ব্যবস্থা নেয়া হচ্ছে। চোরাচালানকারীদের বিভিন্ন নিত্য নতুন পন্থা এবং উপায় শনাক্ত করে সকল চোরাচালান রুখে দেয়ার জন্য সদা সচেষ্ট থাকছে সৌদি বর্ডার গার্ড।