বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা জহিরুল(৭০) ও তার ছেলে অপুকে পিটিয়ে আহত করেছে।
গত ৩ই মার্চ বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার কলাগাছিয়ায় ৪নং ওয়ার্ড হাজীপুর বড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত জহিরুল বন্দর উপজেলাধীন কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য।
আহতের ঘটনায় আওয়ামীলীগ নেতা জহিরুলের ভাতিজা সোহাগ বাদী হয়ে পূর্ব হাজীপুর এলাকার মো. আলীর ছেলে বিএনপির নেতা আসলাম ও আলমগীর ওরফে টেপার বিরুদ্ধে গত ৩ই মার্চ বুধবার বন্দর থানায় লিখিত অভিযোগ করেন।
আহতরা জানান, হাজীপুর বড় জামে মসজিদের সামনে দিয়ে বিএনপির নেতা আসলাম ও আলমগীর একটি ট্রাকে করে বালু নিয়ে আসলে পুরো রাস্তা জ্যাম হয়ে যায়। পরে আওয়ামীলীগ নেতা জহিরুল গাড়িটি সাইট করতে বললে তখন আসলামের সাথে তর্ক হয়। এবং জহিরুল মিয়ার ছেলে অপু তর্ক দেখে এগিয়ে আসলে তার উপর হামলা চালায় আলমগীর ওরফে টেপা। এর পরেই গাড়ি থেতে একটি ধারালো অস্ত্র দিয়ে আওয়ামীলীগ নেতা জহিরুলের দু’হাত কুপিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে সরে যায় আসলাম ও আলমগীর।
তারা আরও জানান, বিএনপির নেতা শাহেন শাহ ও জসিমের সেল্টারে আসলাম ও আলমগীর এলাকায় একের পর এক অপর্কম করে যাচ্ছে। মূলতঃ তাদের সেল্টারেই আওয়ামীলীগ নেতার উপর হামলা চালায়।
পরে আহত আওয়ামীলীগ নেতা জহিরুলকে নারায়ণগঞ্জ জেনালের ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে যায়।