বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কামতাল তদন্ত কেন্দ্রে আওতাধীন যুগীপাড়া এলাকার শীর্ষ মাদক সম্রাট বাচ্চু গ্রেফতার।
৬ মার্চ শনিবার কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সুজন হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আজিজ এর বিশেষ অভিযানে ওয়ারেন্টের বলে শীর্ষ এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ী বাচ্চু (৪৫) মুছাপুর ইউনিয়ন এর যুগিপাড়া গ্রামের মৃত জামাল মিয়া, হেনা বেগমের ছেলে।
এর আগেও শীর্ষ মাদক ব্যবসায়ী বাচ্চুর নামে আরও বেশ যত্রবারি সহ কয়েকটি থানায় মামলা রয়েছে। সোনারগাঁ মামলা নং ২৪(১০)২০১০, বন্দর মামলা নং ৪৮(০১)২০১৭,বন্দর মামলা নং১৪(০৩)২০১৮,বন্দর মামলা নং১২(০৮)২০১৮ যাত্রাবাড়ী মামলা নং ১১৭(০৭)২০২০
বাচ্চু অনেক দিনযাবত মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামি ঘুরে ঘুরে মাদক বিক্রি করে আসছিলেন।