বন্দর প্রতিনিধি : বন্দরে অর্থ আত্মসাত মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী জয়নাল ( ৪৮ ) নামে এক প্রতারককে আটক করেছে বন্দর থানা পুলিশ।
গত মঙ্গলবার রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে ওই সাঁজাপ্রাপ্ত আসামীকে আটক করতে সক্ষম হয় পুলিশ । আটককৃত সাঁজাপ্রাপ্ত আসামী জয়নাল একই এলাকার মৃত মকবুল হােসেনে মিয়ার ছেলে বলে জানা গেছে ।
থানা সূত্রে জানা গেছে , বন্দর থানার এএসআই শফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স সালেহনগর এলাকায় অভিযান চালায় । অভিযান কালে পুলিশ অর্থ আত্মসাত মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতকব আসামী জয়নালকে আটক করতে সক্ষম হয় । পরে আটককৃতকে বুধবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়েছে।