সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণে চেষ্টার মামলায় ৫৫বছরের মাদ্রাসার শিক্ষক মাওলানা মোশাররফ মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁও থানার এসআই হাসিব হোসেন জানান, সোনারগাঁও থানার কাচঁপুর সোনাপুর এলাকায় ফয়েজীয়া কওমীয়া নুরানী হাফেজীয়া মাদরাসা ও এতিম খানার ৩য় তলায় মাওলানা মোশারফ হোসেনের নিজ কক্ষে ৭বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা চালায়।পরবর্তীতে গতকাল রাত আনুমানিক ১২.৩০মিনিটের দিকে আসামী মাওলানা মোশারফ মল্লিককে গ্রেফতার করি। ধৃত মাওলানা মোশারফ মল্লিক (৫৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চেচরী গ্রামের মৃত কালু মল্লিকের ছেলে। বর্তমানে কাঁচপুর (সোনাপুর) কুদ্দুসের বাড়ীর ভাড়াটিয়া।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, ভিকটিম (০৭) বছরের শিশুকে ফুসলিয়ে ধর্ষনের চেষ্টা করে। উক্ত বিষয়ে বাদীর অভিযোগের প্রেক্ষিতে সোনারগাঁ থানার মামলা নং- ৩৯ তারিখ- ২৮/০২/২০২১, ধারা- ৯(৪) এর (খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩রুজু কর হইলে তদন্তকারী অফিসার এসআই হাসিব হোসেন আসামীকে গ্রেফতার করিয়া আদালতে প্রেরণ করেন।