নারায়ণগঞ্জ সংবাদ ডটকম : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে ও সাংবাদিক মুশতাক আহমেদের কারাবন্দি অবস্থায় মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে চলাকালে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন সহ অর্ধশত নেতাকর্মী।
এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা জহিরুল ইসলাম জনি, ফরহাদ সহ বেশকজন ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন।
জানাগেছে, ২৮ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবে জড়ো হতে থাকেন।
সকাল ১১টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল সহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে পুলিশের বেরিকেড ভেঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করার সাথে সাথেই পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনকে নিরাপদে সরাতে গিয়ে পুলিশের লাঠিচার্জে গুরুত্বর আহত হন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মেধাবী ছাত্রনেতা জহিরুল ইসলাম জনি সহ বেশকজন নেতাকর্মী। ছাত্রদলের নেতাকর্মীরা উদ্ধার করে আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য জহিরুল ইসলাম জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।