ফতুল্লা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার অপরাধে এক যুবকের মা – বাবা ও ছােট বােনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী । বুধবার ( ২৪ ফেব্রুয়ারী ) রাতে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- খাদেমুল ইসলাম ( ২০ ) , তার বাবা আবেদুল ইসলাম ( ৪২ ) , মা খাজিদা বেগম ( ৪০ ) ও ছােট বােন মুক্তা বেগম ( ১৯ ) । জানা যায় , ওই এলাকার মামুন নামে একজ বাড়িতে ভাড়া থাকতেন খাদেমুল ও তার পরিবারের লােকজন ।
দীর্ঘদিন ভাড়া থাকায় বাড়িওয়ালার স্ত্রীর সঙ্গে খাদেমুলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে । ৩-৪ মাস আগে বাড়িওয়ালা বিষয়টি বুঝতে পেরে ঘর ছেড়ে দিতে বললে তারা পাশের বাড়িতে ভাড়া যান । বাড়িওয়ালার স্ত্রী ও তার আড়াই বছরের শিশুকে নিয়ে মঙ্গলবার রাতে খাদেমুল পালিয়ে যায় । বিষয়টি খাদেমুলের মা – বাবা ও বােনকে জানান মামুন । কিন্তু তারা জেনেও অস্বীকার করে পরদিন বুধবার রাতে সবাই পালানাের চেষ্টা করে ।
এ সময় এলাকাবাসী তাদের আটকে জিজ্ঞাসাবাদ করলে তারা একেক সময় একেক কথা বলায় মারধর করে । পরে তাদের দেওয়া তথ্যমতে খাদেমুলকে ফতুল্লার বক্তাবলী থেকে গ্রেফতার করা হয় । এ সময় মামুনের স্ত্রী ও শিশুকে উদ্ধার করা হয়েছে । এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আসলাম হােসেন জানান , এ ঘটনায় মামুন ওই ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন ।