ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তানজিল (১৩) নামে এক কিশোর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলাও হয়েছে। তানজিল ফতুল্লার শাসনগাঁও এলাকার জাহাঙ্গীরের ছেলে। শনিবার তানজিলকে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পাশাপাশি বাড়ি হওয়ায় ১৫ বছরের এক কিশোরীর সঙ্গে তানজিলের প্রেমের সম্পর্ক হয়। সেই সুবাদে প্রায় তাদের মধ্যে শারিরীক সম্পর্ক হয়েছে। এতে কিশোরী ৬ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। এ ঘটনায় অভিযোগ পেয়ে মামলা গ্রহণ করে তানজিলকে গ্রেফতার করা হয়। বিষয়টি আরো তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।