নারায়ণগঞ্জ সংবাদ ডটকম : রূপগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা একটি অবৈধ প্রসাধনীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী উদ্ধার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ। এ সময় কারখানার তিনজন কর্মচারীকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদারের নেতৃত্বে একটি টিম উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকার মতি মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব নকল সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, নেত্রকোণা জেলার মদন উপজেলার শিপাসা এলাকার আব্দুস সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান (১৬), মনজুরুলের ছেলে আরমান(২৮), আবু সাঈদের ছেলে লাক মিয়া (৫৫)।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার জানান, অবৈধ প্রসাধনী কারখানাতে দাঁতের মাজন, মশার কয়েল, আগরবাতি, প্যারাসুট নারিকেল তেল, নকল বেবি সোপ, বেবি ওয়েল,বেবি পাউডার, বেবি লোশন, অলিভ ওয়েল, বেবি সেম্পু, ক্লিন এন্ড ক্লিয়ার, সেন্ট স্প্রে, হেয়ার কালার, হেয়ার ওয়েল ও হেয়ার রিমুভার, সরিষার তেলসহ আরো বিভিন্ন ধরনের পণ্য তৈরি হয় বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এসব নকল প্রসাধনীতে নিজেদের তৈরি লেবেল ও মূল্য তালিকা লাগানো রয়েছে। নকল প্রসাধনী তৈরির কারখানা থেকে তিনজন কর্মচারীকে আটক করা হয়।
এ ব্যাপারে রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের জানান, আমরা গোপন সূত্রে একটি বাড়ি থেকে নকল প্রসাধনী কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।