নারায়ণগঞ্জ সংবাদ ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার একটি রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান। ২৪ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে হাজিরা দেন তিনি। মামলা নং বিশেষ ট্রাইব্যুনাল ৩৪/১৯।
আজহারুল ইসলাম মান্নানের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট কেএম সুমন জানান, সোনারগাঁও থানা পুুলিশের দায়েরকৃত একটি মামলায় বুুধবার আদালতে চার্জ গঠন শুনানির দিন ধার্য্য ছিল। আদালত চার্জ গঠন শুনানির জন্য পরবর্তী তারিখ ধার্য্য করেছেন।
আদালতপাড়ায় আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, যুবদল নেতা আতাউর রহমান আপেল প্রমুখ।