সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে কোটি টাকা মূল্যের রপ্তানিজাত চোরাই পোশাকসহ আটজনকে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টায় প্রিমিয়াম বেভারেজ ফুড এন্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড ফ্যাক্টরীর ভিতর অভিযান চালিয়ে তাদের আটক ও চোরাই কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
আটকরা হলো, মো: লিটন (২০), মো: দুলাল (৩৫), মো: লোকমান চৌকিদার, মো: আলাউদ্দিন (৩১), মো: শাকিল (১৭), মো: মোস্তফা (৪১), মো: মিনহাজ আহম্মেদ (৩৫) ও মো: রুবেল (২৪)।
একই দিন দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরস্থ র্যাব-১১ এর সদর দপ্তর সংবাদ সম্মেলনে অধিনায়ক লে: কর্ণেল খন্দকার সাইফুল আলম, পিবিজিএম, জানান, ফতুল্লা থানার অপ্টিমাম ফ্যাশন ওয়ের লি: ফ্যাক্টরীর রপ্তানিজাত পোশাকভর্তি কাভার্ডভ্যান শিপমেন্টের জন্য চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। চালক ও হেলপারের যোগসাজশে কাঁচপুর বিসিক এলাকার প্রিমিয়াম বেভারেজ ফুড এন্ড ড্রিংকিং ওয়াটার লিমিটেড ফ্যাক্টরীর ভিতর কাভার্ডভ্যানটি ঢুকিয়ে ফেলে। প্রেমিয়াম ফ্যাক্টরীর কর্মচারিরা কাভার্ডভ্যাটি তাদের সুবিধামত স্থানে নিয়ে শিপমেন্টের জন্য প্রস্তুত করা পোশাকভর্তি প্রতিটি কার্টুন খুলে ১০ থেকে ২০ পিস করে পোশাক চুরি করে আসছে দীর্ঘদিন ধরে। এতে কারখানা মালিকগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত্রের পাশাপাশি চাহিদা ও অর্ডার অনুযায়ী শিপমেন্ট দিতে না পারায় বিদেশী ক্রেতাদের নিকট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়ে আসছে। বিষয়টি অবগত হয়ে র্যাবের একটি বিশেষ গোয়েন্দা দল নজরদারী চালিয়ে সত্যতা পেয়ে অভিযান চালিয়ে চোরাই পোশাকভর্তি কাভার্ডভ্যান উদ্ধারসহ চোরদের হাতে-নাতে আটক করা হয়। উদ্ধারকৃত পোশাকের আনুমানিক মূল্য এক কোটি টাকা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরি কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।