নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার পাচাইখাঁ এলাকা হতে তাদের আটক করা হয়।
ধৃতরা হলো- মোঃ সজিব আহম্মেদ ওরফে সজিব (২৪) ও মোঃ নুরে আলম ওরফে নুরা (২৪)। তাদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে আদায়কৃত ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি মো: সুমিনুর রহমান স্বক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, তরা অনেক দিন ধরে অপহরণের কাজ করে আসছে। তাদের বাড়ি রূপগঞ্জ থানার ভুলতা এলাকায়। তরা আরো স্বীকার করে যে, তারা একটি পেশাদার অপহরণকারী চক্রের সদস্য, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশ এলাকায় এই ধরণের অপহরণ কার্যক্রম করে আসছে। অপহরণ করার েেত্র তারা বিভিন্ন ধরণের কৌশল অবলম্বন করে থাকে। গত ৩১ আগস্ট নারায়ণগঞ্জে কালিয়া আলমবাদ এলাকায় কাঞ্চন ব্রীজ রোড থেকে সিএনজির গতিরোধ করে গলায় দেশীয় অস্ত্র ধরে ১০ হাজার টাকা খেড়ে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে গভীর জঙ্গলে নিয়ে মারধর করাসহ বিভিন্ন শারীরিক নির্যাতন করতে থাকে। অপহরণকারীরা তাদের মোবাইল দিয়ে পরিবারের কাছে মুক্তিপণের জন্য ১ ল টাকা দাবি করে। তাদের জীবন বাঁচাতে তার ভাই অপহরণকারীদের দেওয়া মোবাইল ন¤¦রে ১০ হাজার টাকা বিকাশ করে পাঠায়। বাকী টাকা নগদে পরিশোধ করবে বলে জানায়। পরে অপহরণকারীরা ভিকটিমদের সিএনজিতে উঠিয়ে দিয়ে চলে যেতে বলে এবং প্রসাশনকে না বলার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে ভিকটিমের ভাই র্যাব-১১ বরাবর একটি অভিযোগ দাখিল করে। যার প্রেেিত র্যাব-১১ এর একটি বিশেষ গোয়েন্দা দল কর্তৃক গোয়েন্দা নজরধারীর মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জ থেকে অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৫৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- ১৮১ বার পড়া হয়েছে
ট্যাগস :