স্টাফ রিপোর্টার :সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় অননুমোদিত এক ভেজাল ও মানহীন বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল খাদ্য ও পানি জব্দ করেছে র্যাব। এসময় মো: মজিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় র্যাব এ অভিযান চালায়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে র্যাব-১১ এর সদর দপ্তরের সিপিএসপি কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, কারখানায় তৈরি অবস্থায় ১০০ মিঃলিঃ ওজনের ১ হাজার ২৯৬ বোতল অরেঞ্জ ফেভার ড্রিংক, ১০০ মিঃলিঃ ওজনের ১ হাজার ৫১২ বোতল লিচি ফেভার ড্রিংক, ১০০ মিঃলিঃ ওজনের ১ হাজার ১৫২ বোতল লাচ্ছি এডেড মিল্ক, ৪ কেজি সাইট্রিক এসিড, ৪ কেজি তরল ম্যাংগো ফেভার, ২ কেজি পটাসিয়াম সালফেট এবং ভেজাল ও মানহীন খাদ্য পানীয় বোঝাই ১টি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। অভিযান টের পেয়ে কারখানার এমডি মোঃ রশিদ আলী ও ম্যানেজার মোঃ সুজন মাহমুদ কৌশলে পালিয়ে যায়।
ধৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে যে, পলাতক আসামীরা পরষ্পর যোগসাজশে কয়েক বছর ধরে সাদিপুর এলাকায় জনৈক ছানোয়ারের বাসা ভাড়া নিয়ে সরকারী অনুমোদন না নিয়ে ‘আর এন আর ড্রিংকস এন্ড এগ্রো প্রোডাক্টস’ নামক ফ্যাক্টরী চালিয়ে আসছিল। এ ফ্যাক্টরীতে ‘পাতাকুড়ি’ ব্র্যান্ড নাম ধারণ করে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় অরেঞ্জ ফেভার ড্রিংক, লিচি ফেভার ড্রিংক ও লাচ্ছি এডেড মিল্কসহ বিভিন্ন ধরনের ভেজাল পানীয় বিএসটিআই এর অনুমোদন না নিয়েই বিএসটিআই এর লোগো ব্যবহার করে উৎপাদন ও বাজারজাত করে আসছে। ‘পাতাকুড়ি’ ব্র্যান্ড এর পণ্য তৈরির জন্য লেবেলে ব্যবহার করা ঠিকানা রায়েরবাগ যাত্রাবাড়ী, ঢাকা বাংলাদেশ থাকলেও তারা অবৈধ উপায় অবলম্বন করে সাদিপুর এলাকায় অবস্থিত ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে বাজারজাত করে আসছে। এসব খাদ্য শিশু ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। তাছাড়া ফ্যাক্টরীর নামে কোন ভ্যাট রেজিঃ নেই। তারা কোন প্রকার মূসক প্রদান না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই সকল অননুমোদিত ভেজাল ও মানহীন খাদ্য পানীয় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে র্যাব জানায়।