নিজস্ব সংবাদদাতা : ফতুল্লার মডেল থানার মাসিক অপরাধ হালচিত্রে গত তিন মাসের ৯২ দিনে বিভিন্ন অপরাধের মধ্যে ৫টি খুন (হত্যা) ও ৪০টি মাদকসহ মোট মামলা রুজু হয়েছে ৯৮টি। এর মধ্যে মারামারি (আদার সেকশনের) মামলা রুজু হয়েছে ৩৯ টি। এই তিন মাসে ফতুল্লা মডেল থানা তেমন বেশি মাদকদ্রব্য উদ্ধার করতে পারেনি । গত তিন মাসে অপমৃত্যু মামলা রুজু হয়েছে ২৩টি। ফতুল্লা মডেল থানার সার্বিক বিষয় আইন শৃঙ্খলা স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে এমনটাই দাবী থানা পুলিশের। এলাকাবাসীর দাবী আইন শৃঙ্খলা আগের তুলনায় একটু ঝিমিয়ে পড়েছে।
ফতুল্লা মডেল থানার ষ্টেটম্যান অফিসার এ,এস,আই মাহমুদুল ইসলামের তথ্যানুযায়ী নিন্মে তিন মাসের পরিসংখ্যান দেয়া হলো।
মার্চ মাস : ফতুল্লা মডেল থানায় মার্চ মাসের ৩১ দিনে মোট ৬৬টি মামলা রুজু হয়েছে। মামলাগুলো হলো: হত্যা(খুন) ২টি, দ্রæত বিচার আইনে ১টি, নারী ও শিশু ও নির্যাতন ৪টি, চুরি মামলা ১টি. মারামারি (আদার সেকশন) মামলা ২৫টি এবং মাদকদ্রব্য মামলা ৩৪টি। ফতুল্লা থানা পুলিশ কর্তৃক উদ্ধার জনিত মাদকদ্রব্য হলো, ৫১৬পিস ইয়াবা ট্যাবলেট, হেরোইন ১.১গ্রাম ,গাঁজা ১কেজি ১শ‘গ্রাম এবং ফেন্সিডিল ৪২বোতল এবং চোলাই মদ ৫ লিটার । ফতুল্লা মডেল থানা পুলিশ মোট ১১ লাখ ৪৩ হাজার ৮শ‘ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। অপমৃত‚্য মামলা রুজু হয়েছে ৩টি।
ফতুল্লা থানা পুলিশ আরো জানান, গত মার্চ মাসের ৩১দিনে থানা পুলিশ জি.আর ওয়ারেন্ট তামিল ৬৩টি নিষ্পত্তি করেছেন ২৩৫টি। সি.আর ওয়ারেন্ট তামিল করেছে ৪১টি। নিষ্পত্তি করেছে ৩০৮টি। আদালত কর্তৃক সাজা দেয়া ওয়ারেন্ট তামিল ১১টি।
এপ্রিল মাস : গত এপ্রিল মাসের ৩০ দিনে মোট মামলা রুজু হয়েছে ৮(আট)টি। এর মধ্যে হত্যা (খুন) এর ঘটনায় ২টি। নারী ও শিশু নির্যাতন মামলা রুজু হয় ৩টি। মাদক মামলা রুজু হয় ১টি। মারামারি (আদার সেকশন) ২টি। এই মাসে কোন ওয়ারেন্ট তামিল হয়নি তবে জি আর নিষ্পত্তি হয়েছে ২৩টি সি আর নিষ্পত্তি হয়েছে ২১টি এবং সাজা নিষ্পত্তি হয়েছে ৯টি। এই মাসে অপমৃত‚্য মামলা রুজু হয়েছে ৯টি।
মে মাস : গত মে মাসের ৩১ দিনে মোট মামলা রুজু হয়েছে ২৪টি। এর মধ্যে হত্যা (খুন) ২ টি, ধর্ষণ মামলা ২টি। নারী ও শিশু নির্যাতন মামলা ৩টি, চুরি মামলা ২টি, মাদক মামলা রুজু হয়েছে ৫টি এবং মারামারি (আদার সেকশন) মামলা রুজু ১২ টি। অপমৃত‚্য মামলা রুজু হয়েছে ১১ টি।
পুলিশ আরো জানান, গত মে মাসে ইয়াবা উদ্ধার ১০৭ পিস ,ফেন্সিডিল উদ্ধার ৩০ বোতল । সি আর ওয়ারেন্ট নিষ্পত্তি ৬০ টি, জি আর নিষ্পত্তি ২০ টি।
পুলিশ জানান, করোনায় বিভিন্ন জায়গায় ডিউটি করার কারণে থানায় ওয়ারেন্ট তামিল ও মাদক অভিযান চালাতে পারিনি। এছাড়া আমাদের থানার পুলিশ করোনায় আক্রান্ত হয়েছে বেশ কয়েক জন তাই পুলিশের সংখ্যাও কম ছিলো। তারা হোম কোয়ারেন্টানে ছিলো বলে আমাদের সমস্যা হয়েছে। আশা রাখি সামনে আরো ভালো করবো।
সংবাদ শিরোনাম ::
ফতুল্লা মডেল থানার তিন মাসে ৫টি খুনসহ ৯৮টি মামলা ,অপমৃত্য ২৩টা
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
- ২০১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ