ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার সাইনবোর্ড থেকে গ্রেফতার ৩ ‘ভূয়া র্যাব’ এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ২ রিমান্ড মঞ্জুর করেন ।
রিমান্ডকৃতরা হলেন, সেলিম মিয়া (৪০), আব্দুর রহিম (৪২) এবং ভূয়া র্যাবদের বহনকৃত মাইক্রোবাসের চালক জাকির হোসেন (৩৫)।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান জানায়, ‘ভূয়া র্যাবদের’ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে, গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলের দিকে ফতুল্লাস্থ সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী সিএনজি পাম্পের কাছ থেকে ৩ জন ‘ভূয়া র্যাব’কে আটক করেছে র্যাব-১০ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, হাত কড়া, র্যাবের পোষাক ও একটি মাইক্রো জব্দ করা হয়।
এর আগে ৫ জন ব্যক্তি নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সিগারেট কোম্পানীর মাহবুব আলম (২৮) ও সোহাগ (২২) নামের দুই যুবককে গাড়িতে (ঢাকা মেট্রো চ ১১-৩১৪৪) করে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী তাদেরকে আটক করে গণপিটুনী দেয়।
এসময় দুজন পালিয়ে গেলেও আটকে রাখা হয় তিনজনকে। পরে র্যাব-১০’র সদস্যরা খবর পেয়ে তাদেরকে আটক করে নিয়ো যায়।
এসময় ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন ঘটনাস্থলে যায় । পরে র্যাব-১০’র সদস্যরা এসে তাদের তিনজনকে আটক করে নিয়ে যায়।
সংবাদ শিরোনাম ::
গ্রেফতারকৃত ৩ ভূয়া র্যাবকে ২ দিনের রিমান্ড
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
- ২২৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ