ফতুল্লা প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, অনেক ধৈর্য ধরেছি, চুপ থেকেছি। আর নয়। আমি বেঁচে থাকতে আমার কর্মীরা গায়ে কাউকে একটা আঁচড় দিতে দেব না। যদি কেউ আঁচড় দেয়, তাহলে নারায়ণগঞ্জ শান্ত থাকবে এমন ভাবা বোকার রাজ্যে বাস করা। কর্মীরা প্রস্তুত খেলা যদি শুরু হয় ডাক দিলে মাটি দেখা যাবে না, দেখা যাবে মাথা আর মাথা। বক্তব্য হালকাভাবে নিবেন না। ক্ষমতার দম্ভে বলছিনা,আমার কর্মীর গায়ে আঁচড় দিয়ে নারায়ণগঞ্জের মাটিতে এক ঘণ্টাও কেউ ঘুমাতে পারবেন না। গতকাল শনিবার দুপুরে ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী। আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, জেলা কৃষক লীগের সভাপতি নাজিম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুসহ প্রমূখ।
শামীম ওসমান আরো বলেন, নারায়ণগঞ্জ এখন একটা চারণভূমি হয়ে গেছে। বহিরাগতরা জেলার বদনাম করে যাচ্ছে। সংসদ সদস্য নয়, নিজেকে মামলার আসামী হিসেবে উল্লেখ করে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, তদন্ত করেন। যদি মনে করেন আমি সংসদ সদস্য, আমাকে ধরতে সমস্যা হবে। তাহলে কথা দিচ্ছি এই মুহূর্তে পদ ছেড়ে দেব। আর আমার কারণে যদি ঘটনা ঘটে থাকে তাহলে মূল আসামীতো আমি। সেদিন তো আমি গিয়েছিলাম দলের সেক্রেটারির কথায়। ভাগ্য ভালো এটা বলেন নাই যে, ওবায়দুল কাদের হুমকের আসামী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় শামীম ওসমানের ঘনিষ্ট কর্মীদের বিরুদ্ধে মামলা হওয়াকে কেন্দ্র করে এসব কথা বলেন শামীম ওসমান।
সংবাদ শিরোনাম ::
কর্মীর গায়ে একটা আঁচড় দিতে দেব না …..শামীম ওসমান
- প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
- ১৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ