দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নগরীর বঙ্গবন্ধু রোডস্থ দলীয় কার্যালয়ে এ মিলাদ ও আলোচনার সভার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সময়ে আরো উপস্থিত ছিলেন-সহ-সভাপতি খবির উদ্দিন, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, দপ্তর সম্পাদত এম এ রাসেল, সাবেক সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা বাবলী, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদি পৌরসভার মেয়র আলাউদ্দিন শিকদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে আব্দুল হাই বলেন, ভারত থেকে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন অতীতে এমন আর কেউ পারেনি, ভবিষ্যতে পারবে কী-না সন্দেহ আছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল বলেন, শেখ হাসিনার সকল অর্জন বাঙ্গালী জাতীর জন্য উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করে দেশ হাজার বছর পিছিয়ে দিয়েছে কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশ হাজার বছর এগিয়ে নিয়ে গেছে।
আলোচনা সভা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণগঞ্জ কলেজ মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম।