রূপগঞ্জ প্রতিনিধি ঃ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং শাহজাহান ভূইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে মুড়াপাড়া বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সবসম্মতিতে তাদের নির্বাচিত করা হয়।
আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশ-বিদেশি সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে বসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আরও অনেক দিন বাংলাদেশকে, দেশের মানুষকে পথের আলো দেখিয়ে যাবেন, এই হোক আজকের অঙ্গীকার।
রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অধ্যাপক আবু জাফর চৌধুরী বিরু প্রমুখ।